নাটোর প্রতিনিধি: নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার ২ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার প্রদান করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে সংসদ সদস্য বকুল বলেন, দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধির কোন বিকল্প নেই। কৃষি-বান্ধব বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিভিন্ন মৌসুমের ফসল উৎপাদনে নিয়মিত প্রণোদনা দিয়ে যাচ্ছে সরকার। প্রণোদনার বীজ ও সার ব্যবহার করে উপকারভোগী কৃষকরা শস্য উৎপাদনের মাধ্যমে খাদ্য চাহিদা পূরণে অবদান রাখবেন বলে আশাকরি।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু এবং বীর মুক্তিযোদ্ধা শ্যামল রায়।
উপজেলা কৃষি অফিসার ভবসিন্ধু রায় জানান, উপজেলার নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ১ হাজার ২০০ কৃষককে তাদের এক বিঘা করে জমি আবাদের জন্যে উফশী বোরো ধানের পাঁচ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং ১ হাজার কৃষককে দুই কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ প্রদান করা হচ্ছে ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা