মো. মনজুরুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরর লালপুরে ইট পরিবহণ গাড়ী(কুত্তা গাড়ি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া-দয়রামপুর সড়কের ফুলবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়েরসামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম সিংড়া উপজেলার কৈতাবাড়ি গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ ইন্সপেক্টর আব্দুর রহিম বলেন, নিহত শামীম ওয়ালিয়া থেকে মোটরসাইকেল যোগে দয়রামপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত গাড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ঘাতক গাড়িটি জব্দ করে। এবিষয়ে লিখিত আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা