মো. মনজুরুল ইসলাম, নাটোর: নাটোরে সড়কের পাশের আবর্জনা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ১১ রাউন্ড গুলি সহ দুইটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত পৌনে ৯ টার দিকে নাটোর শহরের স্টেশন বাজার কারবালা মোড় এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, রাতে সড়কের পাশের ময়লা আবর্জনার মধ্যে একটি চকচকে কিছু পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে সেখানে গিয়ে তারা একটি পিস্তল ও ম্যাগজিন দেখতে পেয়ে সেনাবাহিনীর সদস্য ও পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিস্তল, দুইটি ম্যাগজিন ও ম্যাগজিনের ভিতর থেকে ১১ রাউন্ড গুলি উদ্ধার করে। তবে কিভাবে কে বা কারা অস্ত্র ও গুলি সেখানে রেখে গেছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত কাজ শুরু করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা