মো. মনজুরুল ইসলাম, নাটোর: নাটোরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে দুর্গা প্রতিমার নিরঞ্জন সম্পন্ন শুরু হয়েছে।
রোববার বিকেল থেকে জেলার সকল উপজেলার বিভিন্ন দিঘী এবং নদীর ঘাটে প্রতিমা বিসর্জন শুরু হয়। শহরে বিভিন্ন মন্দির ও মণ্ডপ থেকে প্রতিমাগুলো সারি সারি ভাবে ট্রাকে করে বঙ্গোজ্জল জয়কালী দীঘির ঘাটে নিয়ে যায়। পরে সেখানে পর্যায়ক্রমে সবগুলো প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমানের জানান, প্রতিমা বিসর্জন মনিটর করেন পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এখানে শহরের ২৮টি মণ্ডপের প্রতিমাসহ সদর উপজেলার প্রায় সকল পূজামণ্ডপ থেকে প্রতিমাগুলো নিয়ে এসে বিসর্জন সম্পন্ন করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা