মোঃ মনজুর রহমান নাটোর: নাটোরের নলডাঙ্গায় খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শাকিল হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের দক্ষিণে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাকিল হোসেন উপজেলার মহিষমাড়ি এলাকার সেকেন হোসেনের ছেলে। স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন বলেন, মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের দক্ষিণে প্রায় এক কিলোমিটার দূরে ট্রেনে কেটে একজনের মৃত্যু হয়েছে। তবে ধারণা করা হচ্ছে যে খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শাকিল হোসেন (২৬) নামে ওই যুবকের মৃত্যু হতে পারে। ঘটনার পরপরই পরিবারের লোকজন মরদেহ নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা