মো. মনজুরুল ইসলাম, নাটোর : নাটোরের লালপুরে প্রবাসফেরত স্বামীকে খুঁজতে গিয়ে এক নারী (২৬) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে লালপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এর আগে গত মঙ্গলবার রাত ৮টার দিকে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের একটি আমবাগানে এ ঘটনাটি ঘটে বলে দাবি করেন ভুক্তভোগী ওই নারী। ওই নারী কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা।
ভুক্তভোগী নারী জানান, সৌদি আরব থাকার সময় লালপুর বাজারের বাসিন্দা পরিচয়ে শান্ত নামে এক যুবক তাকে প্রায় ৮ মাস আগে বিয়ে করেন। কয়েক মাস আগে শান্ত সৌদি আরব থেকে লালপুরে ফিরে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে মঙ্গলবার শান্তকে খুঁজতে লালপুর যান। লালপুর বাজারে শান্তর খোঁজ না পেয়ে তিনি লালপুর থানায় যান।
লালপুর থানা থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে স্বামীর সন্ধান করতে সহায়তার কথা বলে লালপুর ত্রিমোহণী মোড়ে নিয়ে গিয়ে তাকে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। পরে সেখানে একটি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষে অজ্ঞাত ওই যুবক আরও তিন বন্ধুকে ডেকে নিয়ে ভ্যানে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটিপাড়ার রাস্তায় নিয়ে যান। পরে সেখানে একটি আমবাগানে নিয়ে ওই ভুক্তভোগীকে চার বন্ধু মিলে ধর্ষণ করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যান। পরে তাকে অসুস্থ অবস্থায় স্থানীয়রা উদ্ধার লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু বলেন, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই নারী সুস্থ হলে বুধবার বিকেলে থানায় আসেন। পরে রাতে পরিবারের সদস্যরা থানায় আসলে ওই নারী মামলা করেন। নির্যাতিত ওই নারীকে ডাক্তারি পরীক্ষার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্তদের শনাক্ত করে তাদের গ্রেফতার করতে কাজ চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা