মনিরুল ইসলাম, নাটোর: র্যালি ও বেলুন উড়িয়ে নাটোরে তিন দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আসমা শাহিন।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নাটোর রাজবাড়ী এলাকা থেকে একটি র্যালি বের করে জেলা প্রশাসন।
র্যালিটি সদর উপজেলা মডেল ভূমি অফিস চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এসময় মেলার স্টল পরিদর্শন ও সেবাগ্রহীতাদের মাঝে ২শ’ গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক। মেলাটি চলবে ২৭ মে পর্যন্ত।
নাটোর সহকারী ভূমি কমিশনার ফরহাদ আহমেদ জানান, মেলায় ভূমি সংক্রান্ত সকল সেবা দেযা হবে। মেলায় ১২ জনকে অধিগ্রহণকৃত জমির চেক বিতরণ করা হয়েছে। জমি সংক্রান্ত যে কোন আবেদন করলে তা আমলে নিয়ে নিষ্পত্তি করা হবে বলে জানান এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা