মনজুরুল ইসলাম (নাটোর) : "স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক" এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ।
শনিবার এই উপলক্ষে নাটোর সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়ার সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সামিউল ইসলাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কৃষ্ণপদ, অধ্যাপক সুবীধ মৈত্র অলকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার বাংলাদেশকে ডিজিটাল করেছে। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এখন মানুষ ঘরে বসেই খাজনা পরিশোধ করতে পারবে জমির পর্চা নিতে পারবে। ঝামেলা মুক্ত, হয়রানি মুক্ত এবং দ্রুততার সাথে ভুমি বিরোধ নিষ্পত্তি সহ নানা সমস্যা আধুনিক পদ্ধতিতে সমাধান করার লক্ষ্যে জনগণকে সচেতন করতেই এবং কোন পদ্ধতিতেই তারা সেবা নিতে পারবে সেটি তুলে ধরার লক্ষ্যেই এই ভূমি সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা