মো. মনজুরুল ইসলাম, নাটোর: নাটোর সদরে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টায় আব্দুর রহমান(১৭)-কে নামে এক তরুণের ১০ বছরের আটকা আদেশ দিয়েছেন আদালত।
রোববার বেলা ১১ টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম অভিযুক্তর উপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন ।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া টলটলিয়া পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান ও মামলার এজাহার সূত্রে জানান, ২০১৫ সালের ২১ ফেব্রয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে লক্ষিপুর খোলাবাড়িয়া বাজারে মুদি দোকান থেকে ডেকে নিয়ে আতর আলীর আমের বাগানে নিয়ে ধর্ষণচেষ্টা করে। এ ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়ে । পরে তার স্বজনদের ঘটনাটি জানালে শিশুটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় শিশুটির দাদা নুরুন্নবী বাদি হয়ে আব্দুর রহমান ও মাসুমকে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ মামলাটি তদন্ত করে আব্দুর রহমানকে অভিযুক্ত করে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেন। দীর্ঘ ৯ বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা