মো. মনজুরুল ইসলাম, নাটোর : নাটোরের বড়াইগ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোজাহার হোসেন বিপ্লব (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার দিয়ারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত বিপ্লব একই উপজেলার মহিষভাঙ্গা এলাকার মৃত মকবুল সরকারের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফিউল আযম খান জানান, শিশুটির মা কর্মস্থলে যাওয়ায় বাড়িতে একা পেয়ে বিপ্লব শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বিপ্লব পালানোর চেষ্টা করে।
এ সময় এলাকাবাসী তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে ভুক্তভোগী শিশুটির মা বাদি হয়ে বিপ্লবকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা