মো. মনজুরুল ইসলাম, নাটোর : কোটা আন্দোলন নিয়ে নাশকতা, সহিংসতা ও সংঘর্ষের অভিযোগে নাটোরে ৮ মামলায় শিক্ষার্থীসহ বিএনপি, জামায়াত-শিবিরের ১২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে নাটোরের পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, নাটোর জেলার ৮ মামলায় গত ১৮ জুলাই থেকে শনিবার পর্যন্ত শিক্ষার্থীসহ বিএনপি, জামায়াত-শিবিরের ১২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মীর সাজেদুল ইসলাম, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, লালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাসান আলী, উপজেলার কদিমচিলান ইউনিয়ন জামায়াতের আমীর সাহাবুল ইসলাম রয়েছেন।
কোটা আন্দোলন নিয়ে নাশকতা, সহিংসতা ও সংঘর্ষের অভিযোগে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা