মো. মনজুরুল ইসলাম, (নাটোর) : কোরবানীর ঈদকে সামনে রেখে নাটোর পৌরসভায় ভিজিএফ কার্ডের মাধ্যমে বিনামূল্যে চাউল বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে নাটোর পৌরসভা চত্বরে এই চাউল বিতরণের উদ্বোধন করেন পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।
এতে এ সময় পুরুষ ও মহিলা কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের মোট ৪৬২১ জন হতদরিদ্রের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। প্রথম শ্রেণীর এই পৌরসভায় এত কম সংখ্যক ভিজিএফ কার্ড হওয়ায় কার্ড বঞ্চিতদের ভিড় সামলানো বেশ কঠিন হয়ে পড়ে।
মেয়র উমা চৌধুরী জানান, আগামী শুক্রবার পর্যন্ত এই চাউল বিতরণ কর্মসুচি চলবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা