মনজুরুল ইসলাম, (নাটোর) : নাটোর সার্কিট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্কিট হাউসের তৃতীয় তলার ভিআইপি কক্ষ-১ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। পরে সার্কিট হাউসে গিয়ে দেখা যায়, নাটোর জেলা প্রশাসনের নেজারত শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলামের উপস্থিতিতে পুড়ে যাওয়া আসবাবপত্র ওই কক্ষ থেকে বের করার কাজ করছেন শ্রমিকরা।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ কুতুবী বলেন, এনডিসি স্যার আমাকে আগুনের খবর দেন। কয়েক মিনিটের মধ্যে সার্কিট হাউসে পৌঁছাই। সেখানে গিয়ে দেখি তৃতীয় তলার ওই রুমের জানালায় দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মশার কয়েল কিংবা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এ বিষয়ে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, পি ডব্লিউ ডি (গণপূর্ত বিভাগ) ঠিকাদারের মাধ্যমে রুমের সংস্কারের কাজ করা হচ্ছিল। কীভাবে আগুন লাগলো তা আমরা তদন্ত করে দেখছি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা