বি এম বাবলুর রহমান, তালা (সাতক্ষীরা): যথাযোগ্য মর্যাদায় তালায় নানা আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী পালিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত উপলক্ষে অনুষ্ঠানে তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায় এর- সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নিবার্হী অফিসার দীপা রানী সরকার।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু অমল দত্ত ও সরজিৎ সরকার এর সঞ্চালনায় গোপালপুর রাধা কৃষ্ণ মন্দির থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে তালা বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তালা বাজার সর্বজনীন দুর্গা মন্দিরের সামনে এসে শেষ হয়।
র্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইনুদ্দিন, সাবেক তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, অধ্যাপক গোলাম ফারুক, নারান চন্দ্র মজুমদার, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও ছায়াবিথী সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমান সাইদ, গোপালপুর মন্দির কমিটির সভাপতি তারক রাহা, শিব শংকর পাল, রাম প্রসাদ হালদার, দিপংকর হালদার, দিবাশিষ পাল, তরুণ হালদার, কৃষ্ণপদ দাস, তীর্থ কুমার দে প্রমুখ।
পরিশেষে সকল ভক্ত মন্ডলীর উদ্দেশ্যে প্রসাদের ব্যবস্থা করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা