

শফিউল জুয়েল, নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে রাইস মিলের কাজে ব্যবহৃত পল্লী বিদ্যুৎ সমিতির ৩টি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে।
সোমবার দিনগত রাতে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দশধার গ্রামে এই চুরির ঘটনা ঘটলেও এ বিষয়ে মঙ্গলবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়।
জানা যায়, দশধার গ্রামের স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ তার রাইস মিলের জন্য আবেদন করে ৩টি ট্রান্সফরমার স্থাপন করেন। রাতের বেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া মানুষজন বাইরে বের না হওয়ার সুযোগে অজ্ঞাত চোরেরা সেগুলো খুঁটি থেকে নামিয়ে চুরি করে নিয়ে যায়৷
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ডিউটি অফিসার নূর আলম জানান, তিনটি ট্রান্সফরমার চুরির বিষয়ে থানায় জিডি নং ৮৮ নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা