শফিউল জুয়েল, নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে সম্প্রতি অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ইউএনও কর্তৃক উপজেলায় কর্মরত সাংবাদিকদেরকে হয়রানি করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অর্ধশত সাংবাদিকগণ প্রেস মিটিংয়ের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরুণ কৃষ্ণ পালের বিরুদ্ধে হয়ানির বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
সাংবাদিক মোহাম্মদ হান্নান মাহমুদের সভাপতিত্বে মোহাম্মদ এনামুল হক বাবুল ও শামছ-ই-তাবরীজ রায়হানের যৌথ সঞ্চালনায় প্রেস মিটিংয়ে সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ইউএনও অরুণ কৃষ্ণ পাল নান্দাইলে যোগদানের পর থেকে কর্মরত সাংবাদিকগণকে অহেতুক বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছেন। বিশেষ করে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাংবাদিকদেরকে পর্যবেক্ষক কার্ড ইস্যু করতে প্রথম থেকেই গড়িমসি শুরু করেন। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাংবাদিক পর্যবেক্ষক নীতিমালা দেখিয়ে প্রথমে সাংবাকিদদেরকে কোনো ধরণের পর্যবেক্ষক কার্ড প্রদান করা হবেনা বলে জানান। পরবর্তীতে বিষয়টি নান্দাইল উপজেলা পরিষদের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুমকে অবহিত করলে তিনি ইউএনওকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এতে ইউএনও একটি তদন্ত কমিটি করেন এবং পর্যবেক্ষক কার্ড যাছাই-বাছাই নামে কালক্ষেপণ করতে থাকেন। তিনি ইচ্ছাকৃতভাবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সাংবাদিক পর্যবেক্ষক নীতিমালা অনুসরণ করেননি। ফলে নির্বাচনের পূর্বের দিন মঙ্গলবার দিনগত ৯টা ৫০ মিনিটেও কোনো সাংবাদিককে পর্যবেক্ষক কার্ড প্রদান করেননি। অথচ অন্যান্য উপজেলায় নির্বাচনের এক-দুইদিন পূর্বেই পর্যবেক্ষক কার্ড প্রদান করা হয়েছে।
সাংবাদিককগন অভিযোগ করে আরও বলেন, ইউএনও’র কার্যালয়ের দরজা সবসময় বন্ধ থাকে। সাধারণ জনগণ সেবা নিতে আসলে দরজার সামনে থাকা আনসার সদস্যের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে পরে ইউএনও’র কাছ থেকে সেবা গ্রহণ করা মিডিয়াকর্মীসহ সাধারণ জনগণের জন্যও অসম্ভব হয়ে পড়েছে।
এ বিষয়ে সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল জানান, তার ক্লাবের সাংবাদিকদের একটি সুনির্দিষ্ট তালিকাসমৃদ্ধ আবেদন গ্রহণ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়। তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও অরুন কৃষ্ণ পালকে আবেদন গ্রহণের নির্দেশ দিলেও নানা ধরণের অসহযোগিতা ও খামখেয়ালি আচরণ করেন। ফলে ইউএনও’র গাফিলতি ও ইচ্ছাকৃত হয়রানি কারণে কর্মরত সাংবাদিকগণ ক্ষুদ্ধ হয়ে পর্যবেক্ষক কার্ড গ্রহন করা থেকে বিরত থাকার সম্মিলিত সিদ্ধান্ত নেন।
অপর এক সংবাদকর্মী মাহাবুব আলম খান জানান, তিনি দৈনিক আমাদের নতুন সময় পত্রিকায় দীর্ঘদিন যাবত কাজ করেন। এই পত্রিকার নামে হাট-বাজার নিলাম সংক্রান্ত বিজ্ঞপ্তি বরাদ্দ হলেও ইউএনও সেটা তাকে না দিয়ে অন্য পত্রিকার প্রতিনিধিকে এই পত্রিকার নামে বিজ্ঞাপন প্রদান করে এই দুই সাংবাদিকের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা