খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনাজ পারভেজ এর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন স্থানীয় যুবক ফয়সাল মোস্তাক।
ফয়সাল মোস্তাক অভিযোগ করে বলেন, চেয়ারম্যানের নেতৃত্বে এলাকায় বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড চলছে।
তার দাবি, এলাকায় মাদক ব্যবসা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এসব বিষয়ে প্রশাসনের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, চেয়ারম্যান এলাকায় একটি অটোরিকশা স্ট্যান্ড দখল করার চেষ্টাও করছেন বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা জানান, ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। কেউ কেউ অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। আবার কেউ মনে করছেন বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতও হতে পারে।
চেয়ারম্যান শাহনাজ পারভেজ-এর বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা