নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় সরকারি তোলারাম কলেজের যুগ্ম আহ্বায়ক সুজন খান ফারুক নিহত হয়েছেন বলে যে খবরটি সামনে আসে, সেটি আসলে সঠিক নয়। তিনি মারা যাননি, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সুজনের হাসপাতালে ভর্তির তথ্য নিশ্চিত করেছেন মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন তিনি।শাহেদ বলেন, সুজনের অবস্থা আশংকাজনক। মহানগর বিএনপি ও আমাদের কাছে তার মৃত্যুর তথ্য ছিল। কিন্তু তিনি জীবিত, হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু বলেন, তোলারাম কলেজের যুগ্ম আহ্বায়ক সুজন খান ফারুক ও শাওন নামে ছাত্রদলের এক নেতা পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এছাড়া তাদের দুই শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
পরে সন্ধ্যায় সুজনের জীবিত থাকার খবর জানতে চাইলে টিপু বলেন, আমার কাছে মৃত্যুর তথ্য ছিল। বাকিটা জানা নাই।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা