কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি: কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভূমি অফিস, কৃষি অফিস ও স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র সংসদ এবং স্থানীয় জনতা।
মঙ্গলবার দুপুরে নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ করেন তারা। মানববন্ধনে বক্তারা দাবি করেন ইউনিয়ন ভূমি অফিস, কৃষি অফিস ও স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন থেকে কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ রয়েছে কৃষিসেবা। ফলে সেবাগ্রহিতরা কাংক্ষিত সেবা পাচ্ছেন না। অভিযোগ রয়েছে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা দীর্ঘদিন থেকে ব্যাপক অনিয়ম করে আসছে। ক্ষমতার পট পরিবর্তণে তিনি অফিসে আসা বাদ দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র সংসদ নারায়নপুর ইউনিয়ন শাখার সমন্বয়কের বক্তব্যে শাহ আলম, বেলাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও নুর আমিন মিয়া তাদের দাবি উল্লেখ করে বলেন, পরিবার ও স্বাস্থ্যকেন্দ্রে অনতিবিলম্বে এমবিবিএস ডাক্তার, ক্লিনিকের সেবা চালু, প্রেসক্রিপশন এর মাধ্যমে ওষুধ বিতরণ, জরুরি সেবায় স্পিডবোট অ্যাম্বুলেন্স চালু করতে হবে। ভূমি অফিসে দুর্নীতি ও দালালমুক্ত এবং তফসিলদার কৃর্তক আত্মসাৎকৃত ভুক্তভুগীদের টাকা ফেরত দিতে হবে। নারায়ণপুর ইউনিয়নের জন্য বিএস কর্মকর্তা, কৃষি অফিসে পরিত্যক্ত বিএস কোয়ার্টার সংস্কার ও কৃষি সেবা চালু করতে হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা