মেহেদী হাসান, নেত্রকোনা প্রতিনিধি: দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে চলে গেলেন নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা মেয়র মোঃ আলা উদ্দিন আলাল।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর শ্যামলী এলাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মেয়র আলা-উদ্দিন আলাল দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেনের ছেলে। তিনি মৃত্যুকালে পরিবারে দুই স্ত্রী, পাঁচ সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভাকাক্ষী রেখে গেছেন।
স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট রোগে ভোগছিলেন। পরে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর জানাজার নামাজ আজ বিকেল ৫টায় দুর্গাপুর সুসং ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা