মো. ওসমান গনি ইলি, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার অন্যতম চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ঈদগাহ মডেল হাসপাতা নিজস্ব ভবনে শুক্রবার দুপুর আড়াইটায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ম্যানেজার আবু বকরের পরিচালনায় ব্যবস্থাপনা পরিচালকের সুযোগ্য পিতা মোঃ: সোলায়মান আলীর সভাপতিত্বে হাফেজ আতিকুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থ বিভাগ প্রধান মওলানা আবু বকর ফরাজী।
ঈদগাঁও বাজারের দক্ষিণ মাথায় মমতাজ আবাসিক এলাকায় নির্মিত হাসপাতালের নিজস্ব ভবন টি.এন.টাওয়ারে রোগিদের জন্য কি কি অত্যাধুনিক সেবা রয়েছে তা উল্লেখ করে বক্তব্য রাখেন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ইউসুফ আলী।
তিনি বলেন, বিগত এক দশক পূর্বে ভাড়াকৃত ভবনে এ হাসপাতালের যাত্রা শুরু হয়। উপজেলা ও আশপাশ এলাকার রোগিদের গুণগত সেবার মধ্য দিয়ে আজ হাসপাতালটি নিজস্ব ভবনে পথচলা শুরুর সৌভাগ্য অর্জন করতে যাচ্ছে। এ হাসপাতালে উল্লেখযোগ্য সেবার সংযোজন হচ্ছে আশি হাজার লিটারের অক্সিজেন প্ল্যান্ট, উপজেলার প্রথম লিফট সমৃদ্ধ হাসপাতাল, মহিলা ও পুরুষদের জন্য পৃথক নামাজের স্থান, ডাবল অপারেশন থিয়েটার, বিশুদ্ধ পানি প্ল্যান্ট, গরিব ও অসহায় রোগীদের জন্য সাহায্য ফান্ডসহ আরো অত্যাধুনিক সেবা সংযোজন হবে। চিকিৎসা সেবার পাশাপাশি এ হাসপাতালটি ধর্মীয় ও জাতীয় অঙ্গনে নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
আগামীতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় সেবার মান আরো শানিত হবে বলে তিনি উল্লেখ করেন।
আগামী ২৬ ডিসেম্বর(সম্ভাব্য ) জাঁকজমকপূর্ণভাবে নিজস্ব এ ভবনে হাসপাতালের পুর্ণাঙ্গ সেবার মান স্থানান্তর ও উদ্বোধন হবে জানিয়ে বলেন, এ হাসপাতালের মালিক তিনি নন। উপজেলার দ্বীনদার ও সেবাদানকারী জনগণ। তিনি একজন নগন্য খাদেম মাত্র।
এতে গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন, মোঃ: রেজাউল করিম, ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদ সভাপতি আনোয়ার হোছাইন, সাবেক প্রেসক্লাব সভাপতি মোঃ: মিজানুর রহমান আজাদ, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ উসমান গণি (ইলি), আদর্শ সাংবাদিক পরিষদের সেক্রেটারি মিসবাহ উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক এইচ এন আলম প্রমুখ।
পরে ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ইউসুফ আলী হাসপাতালের পুরো আধুনিক ব্যবস্থাপনা সাংবাদিকদের ঘুরে ঘুরে দেখান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা