অলিউল্লাহ খান, স্টাফ রিপোর্টার: নিম্ন আয়ের পরিবারদের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘প্রয়াস’।
শনিবার সকাল ১১ টায় সংগঠনটির উদ্দ্যেগে প্রতিষ্ঠাতা উপদেষ্টা মরহুম সামসুল আলম চৌধুরীর পূর্ব নাসিরাবাদ রহমান নগর বাসভবনে পবিত্র রমজান মাস উপলক্ষে সমাজের নিম্ন আয়ের পরিবার, এতিম ও হেফজখানায় ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করা হয় ।
প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, প্রয়াসের উপদেষ্টা ও ইঞ্জিনিয়ারস্ ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম।
সংগঠনের সভাপতি মো. কিবরিয়া হোসাইন বাপপীর সভাপতিত্বে মাসব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন, লায়ন্স জেলার প্রাক্তন গভর্ণর লায়ন এস এম শামসুদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন দি সিনিয়র সিটিজেন সোসাইটির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এ.এম কামাল উদ্দিন চৌধুরী, পার্কভিউ হসপিটালের পরিচালক প্রকৌশলী মোমিনুল হক, সার্ক মানবাদিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ছালামত জাহান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক মোহছেন আলী মহসীন, প্রয়াস পরিচালক মহসীন উল কাদের, বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, গ্রীণল্যান্ড সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রফিউল কাদের প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন, ‘প্রয়াস’ প্রতিবারের মত এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত, নিম্ন আয়ের পরিবার, এতিম ও হেফজখানায় ইফতারী ও সেহরী সামগ্রী বিতরণ করে আবার প্রমাণ করল সংগঠনটি অসহায় মানুষের জন্য কাজ করে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা