যায়যায় কাল প্রতিবেদক: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সন্ধ্যায় যমুনায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে মির্জা ফখরুল গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন সঠিক সময়ে হবে, এ বিষয়ে সংশয় নেই। প্রধান উপদেষ্টাও তাই বলেছেন। আর দেশের সবচেয়ে বড় দলের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা দেখা করতেই পারেন।
এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার বিষয়েও কথা বলেন বিএনপির মহাসচিব।
তিনি বলেন, হামলার বিষয়টি একটি গর্হিত কাজ। আমাদের আশঙ্কা, নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হচ্ছে, তবে তার সুযোগ নেই।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা