মো. মাহফুজুর রহমান বিপ্লব: গাজা ও রাফায় ইসরাইলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ ও সংহতি র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে আলিপুর গোরস্থানের সামনে গিয়ে শেষ হয় ।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর বিএনপির কর্ণ্যধার-- ফরিদপুর ৩ আসনের গণমানুষের নেএী, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদিক ও ঢাকা উওর মহিলা দলের আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরিজ, ফরিদপুর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী রতন,
ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন, মহানগর যুবদলের সভাপতি এম এম ইউসুফ, রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি সেলিম সহ প্রমূখ। দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্ত উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন " আজ আমরা জাতীয়তাবাদী দল ও ফরিদপুরবাসী একত্রিত হয়েছি ফিলিস্তিনী ভাই-বোনদের প্রতি সংহতি জানাতে। ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের গাজা ও রাফায় নিরীহ মুসলিমদের উপর বর্বর হামলা চালিয়ে নিরীহ নারী, শিশু ও মুসলিম ভাইদের হত্যা করছে।এই হত্যাযজ্ঞের মাত্রা চরম পর্যায়ে চলে গিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ইসরাইলকে আন্তর্জাতিকভাবে আইনের আওতায় আনার জন্য বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোর নেতাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে থাকতে হবে।ইসরাইলি সকল পন্যসমূহ আমাদের বয়কট করতে হবে। ফিলিস্তিনিদেরকে তাদের আবাসস্থল ফেরত দিতে হবে এবং ইসরাইলি বাহিনীকে নির্মূল করতে হবে।
নেতৃবৃন্দরা বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়ে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন রকম স্লোগান প্রদান করেন
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা