
মিহির মন্ডল, পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে জাকের পার্টির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নে আউরিয়া ইসলামীয়া মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ।
উপজেলা জাকের পার্টির সভাপতি সাইফুল ইসলাম রেদোয়ান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট বরিশাল বিভাগের সভাপতি আরিফুল ইসলাম হেদায়েত, জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি শিকদার সহ সকল সহযোগী সংগঠনের সভাপতিবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
জনসভায় বক্তারা বলেন, জাকের পার্টি সর্বদা শান্তি, সম্প্রীতি ও সত্যের রাজনীতি করে আসছে। দেশ ও জাতির কল্যাণে এ দলের ভূমিকা অপরিসীম। তারা জনগণকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজ গঠনের আহ্বান জানান।
জনসভা শেষে জাতীয় শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা