মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা: মাঠপর্যায়ে দক্ষতা বাড়াতে নেত্রকোনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) অ্যাডভান্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা আনসার কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আবু সাঈদ। প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা কর্মকর্তা মেরিনা কাদের শেলী, মদন উপজেলার প্রশিক্ষণ কর্মকর্তা রিমি ফেরদৌসী এবং কলমাকান্দা উপজেলার প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল আওয়াল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট বলেন, “প্রশিক্ষণার্থীরা এ কোর্সের মাধ্যমে নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি, অস্ত্র পরিচালনা ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে দক্ষতা অর্জন করে। এতে তারা শুধু আনসার বাহিনীর অংশ হিসেবে নয়, বরং স্বাবলম্বী নাগরিক হিসেবেও সমাজে ভূমিকা রাখতে পারে।”
তিনি জানান, প্রশিক্ষণার্থীরা নির্বাচন, ধর্মীয় অনুষ্ঠান এবং দুর্যোগ মোকাবেলায় আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ গ্রহণের সুযোগ রয়েছে।
২৮ দিন মেয়াদি এ কোর্সে জেলার বিভিন্ন উপজেলার ৮০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা