নেত্রকোনা প্রতিনিধি: ৩৬ জুলাই (৫ আগস্ট) গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ শ্লোগানকে সামনে রেখে র্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেত্রকোণা জেলা শাখা।
মঙ্গলবার বেলা ১১টায় নেত্রকোণা সরকারি কলেজ মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। প্রবল বৃষ্টির মধ্যেও এ র্যালিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দুই হাজারেরও বেশি নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ছাত্রশিবিরের সভাপতি রাসেল আহমেদ, সেক্রেটারি আল ইমরান, অফিস সম্পাদক আতিক হাসান হৃদয়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রেজুয়ান খান হৃদয়, মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) সম্পাদক শাহাবুদ্দিন, অর্থ সম্পাদক তারিকুজ্জামান তৌহিদসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা সভাপতি রাসেল আহমেদ বলেন, “৫ আগস্ট ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার দিন। এদিনের তাৎপর্য তুলে ধরতে এবং ছাত্রসমাজকে ঐতিহাসিক দায়িত্ব স্মরণ করিয়ে দিতে আমরা আজকের এ র্যালির আয়োজন করেছি।”
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রেজুয়ান খান হৃদয় বলেন, “আন্দোলন এবং শহীদদের ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু যারা এখনও এদেশে ষড়যন্ত্র করছে, তারা যেন মনে রাখে—আমরা জেগে আছি, ঘুমাইনি। মোরা এ দেশের অতন্দ্র প্রহরী।”
র্যালিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারীরা দেশপ্রেম, ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা