মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্ব, অগ্রগতি” প্রতিপাদ্যে নেত্রকোনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন শেষে কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক বনানী বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা