মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা: নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় নেত্রকোনা পাবলিক হলে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উত্তরাঞ্চল জাতীয় নাগরিক পার্টির সংগঠক রফিকুল ইসলাম আইনী। সঞ্চালনায় ছিলেন আব্দুল গাফফার ও রাফায়েল হাসান সৌরভ।
সভায় বক্তব্য দেন ইঞ্জিনিয়ার আবুল বাশার, প্রীতম সোহাগ, ফাহিম রহমান খান পাঠান, ইঞ্জিনিয়ার শেখ জামাল আবীর এবং মো. আশরাফুল আলম অপূর্ব।
বক্তারা বলেন, দলের সংগঠনের ভিত্তি হচ্ছে মাঠপর্যায়ের কর্মীরা। সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। শেষে উপজেলা পর্যায়েও এমন সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা