বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় প্রথম আর্চ স্টিল সেতুর নির্মাণ কাজ শুরু

দ্বীন মোহাম্মাদ রনী, নেত্রকোনা: নেত্রকোনায় এই প্রথম মগড়া নদীর উপর ২২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন আর্চ স্টিল সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে।

নেত্রকোনা সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র জানান, জনগণের দাবির প্রেক্ষিতে নেত্রকোনা শহর সম্প্রসারণের লক্ষ্যে ১৯৯২ সালে মডেল থানার সামনে মগড়া নদীর উপর একটি ব্রেইলি বিজ নির্মাণ করা হয়। কালের পরিবর্তে ব্রেইলি ব্রিজটি পুরনো হওয়ায় বিভিন্ন স্থানে স্টিলের পাত ভেঙে গিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। প্রায়শই ঘটে ছোট বড় দুর্ঘটনা। সেই সাথে ব্রিজটি সরু হওয়ায় একদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। অপরদিকে যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন ঘটছে। ইতিমধ্যে ভঙ্গুর ও জরাজীর্ণ ব্রেইলি ব্রিজের স্থানে একটি অত্যাধুনিক দৃষ্টিনন্দন ব্রীজ নির্মাণের জন্য বিভিন্ন মহল থেকে জোর দাবি করা হচ্ছে। জনগণের দাবির প্রেক্ষিতে নেত্রকোনা সড়ক বিভাগ একটি দৃষ্টিনন্দন আর্চ স্টিল সেতুর নির্মাণের উদ্যোগ নিয়েছে।

তিনি আরো জানান, ২২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণের আহবান করা হলে কনক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজিস লিমিটেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই সেতু নির্মাণের কাজ পায়। সেতুর দৈর্ঘ্য ৫৬ মিটার আর ফুটপাতসহ প্রস্থ ১১.৮০ মিটার। এর সেতুর বৈশিষ্ট্য হচ্ছে মগড়া নদীর দুপাশে দুটি পিলার থাকলেও মাঝে কোনো পিলার থাকবে না। আর্চ স্টিল সেতুটি দেখতে অনেকটা অস্ট্রেলিয়ার সিডনি হারবারের আদলে তৈরি করা হবে। সারা বাংলাদেশে প্রথম ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত আর্চ স্টিল সেতুর পরই নেত্রকোনার এই দৃষ্টিনন্দন আর্চ স্টিল সেতুর নির্মাণ কাজ শুরু হচ্ছে।

নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন জানান, ইতিমধ্যে পুরোনো ব্রেইলি ব্রিজ ভেঙে সেখানে আর্চ স্টিল সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে দুই বছরের মধ্যেই এই দৃষ্টিনন্দন সেতুর নির্মাণ কাজ শেষ হবে। সেতুটি নির্মিত হলে একদিকে জেলা শহরের যানজট নিরসন ও জনদুর্ভোগ বহুলাংশে কমে আসবে। অপরদিকে সারা জেলার সাথে বিশেষ করে বারহাট্টা, মোহনগঞ্জ, কলমাকান্দা, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটবে। পাশাপাশি জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ