মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা: নেত্রকোনা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ও প্রবীণ রাজনীতিবিদ মরহুম জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় জেলা শহরের ছোটবাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, নেত্রকোনা জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম. শফিকুল কাদের সুজা এবং যুগ্ম আহ্বায়ক এস. এম. মনিরুজ্জামান দুদু।
সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না।
বক্তারা মরহুম জাহাঙ্গীর আলম চৌধুরীর রাজনৈতিক ও সামাজিক অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন নির্ভীক মুক্তিযোদ্ধা, আদর্শবান রাজনীতিক ও নেত্রকোনায় জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম পথিকৃৎ। যুবদল গঠনের সূচনালগ্নে তাঁর নেতৃত্ব, ত্যাগ ও সংগঠকসুলভ ভূমিকা ছিল অনন্য।
অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা