

মোঃ নাজমুল ইসলাম: নেত্রকোনা সদরের দক্ষিণ মদনপুর এলাকা থেকে ইমরান ফারাস (৩০) নামে এক যুবকের রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। শরীরের বিভিন্ন জায়গায় অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে বলে জানিয়েছে পিলিশ।
রোববার সকাল ৮টার দিকে সদর উপজেলার দক্ষিণ মদনপুর এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইমরান ফারাস উপজেলার দক্ষিন মদনপুর এলাকার জিনাতুল ফারাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালেদক্ষিণ মদনপুর সড়কের পাশে ইমরান ফরাসের রক্তমাখা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠায়। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, নিহত ইমরানের শরীরে জখমের অনেক চিহ্ন রয়েছে। ছেঁচড়ানোর দাগ রয়েছে। বিশেষ করে চোখের নিচে গভীর ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে- রাতে কোন গাড়ি চাপায় তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা