মেহেদী হাসান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় বাংলাদেশ প্রেসক্লাবের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে জেলা পাবলিক হলরুমে জেলা কমিটির আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা কমিটির আহ্বায়ক শামীম তালুকদারের সভাপতিত্বে ও সাংবাদিক রফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।
প্রধান আলোচক ছিলেন, প্রফেসর ননী গোপাল সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রহিম, বাংলার দর্পন পত্রিকার নির্বাহী সম্পাদক ও সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান শেখ ইকবাল, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, হাওরবন্ধু মো: ইকবাল হোসেন, এডভোকেট জহিরুল ইসলাম রানা, প্রভাষক ও সাংবাদিক বিজয় দাস, আমন্ত্রিত অতিথি সাংবাদিক অরবিন্দ ধরসহ আরো অনেকে।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এতে উপস্থিত ছিলেন।
পরে নেত্রকোনা জেলা কমিটি ঘোষণা করেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, সাংবাদিক শামীম তালুকদার কে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার সভাপতি ময়মনসিংহ বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ঘোষনা দেন, এতে সিনিয়ার সহ- সভাপতি হন সাংবাদিক রফিকুল ইসলাম রিপন, সহ-সভাপতি আজিজুর রহমান, সহ- সভাপতি নাজিম উদ্দীন বাবুল, সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার, সিনিয়ার যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন, সাংগঠনিক সম্পাদক তানজিলা আক্তার রুবী, অর্থসম্পাদক শামসুদ্দোহা ফরিদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান সামাদ, সংস্কৃতিক সম্পাদক শংকর সরকার, আইসিটি সম্পাদক সূত্রির সরকার, মহিলা বিষয়ক সম্পাদক, হাফছা আক্তার মোহ, সাহিত্য বিষয়ক সম্পাদক সাংবাদিক ও কবি রাসেল হাসন আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান,,
মানবাধিকার সম্পাদক শহিদুল ইসলাম শফিকসহ আরো অনেকেই।
মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিক জাগো,জনস্বার্থে সাংবাদিকতা ও সাংবাদিকতায় নিরাপত্তা এ শ্লোগান সামনে নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্রেস ক্লাব নামে নিবন্ধিত এ সাংবাদিক সংগঠন। যার নিবন্ধন নং- ৯৮৭৩৬/১২।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক শামীম তালুকদার সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা