নিউজ ডেস্ক:
নেপাল দেবে বিদ্যুৎ
নেপাল এই মুহূর্তে বাংলাদেশকে ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল মঙ্গলবার সকালে গণভবনে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। নেপালে বিদ্যুতের একটি মেগা প্রকল্প শেষ হওয়ার পর এর পরিমাণ আরও বাড়বে বলেও জানান রাষ্ট্রদূত।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, নেপালের রাষ্ট্রদূত জানিয়েছেন তাঁর দেশে প্রকল্পটি সম্পন্ন হওয়ার পর নেপাল বাংলাদেশকে আরও বেশি বিদ্যুৎ দিতে পারবে।
রোহিঙ্গা ফেরাতে সহায়তা করবে ইরান
এদিকে ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ইরান বাংলাদেশকে সহায়তা করবে বলে তিনি এ সময় জানান।
ইহসানুল করিম সাংবাদিকদের জানান, রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বাংলাদেশের বাংলাবান্ধা বন্দরকে তাঁদের রপ্তানির উদ্দেশ্যে ব্যবহার করতে নেপালের গভীর আগ্রহের কথাও জানান। এই বন্দরটি বুড়িমারী বন্দরের চেয়ে নেপালের বেশি কাছাকাছি। নেপাল বাংলাদেশকে বিশেষ দৃষ্টিতে দেখে উল্লেখ করে তিনি বলেন, তাঁর দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে চায়। শিক্ষা খাতে বাংলাদেশের সহযোগিতার প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, অনেক নেপালি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য এখানে পড়াশোনা করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদ দিয়ে নেপালের সহায়তার কথা স্মরণ করেন। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বিশেষ করে বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের মধ্যে কানেকটিভিটির ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশ ও নেপালের মধ্যে ব্যবসা-বাণিজ্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। শেখ হাসিনা 'মুজিববর্ষ' কর্মসূচিতে নেপালের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গতি বাড়িয়েছিল। তিনি নেপালের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকেও শুভেচ্ছা জানান।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা করবে ইরান :গণভবনে ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশির সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। সাক্ষাৎকালে ইরানের রাষ্ট্রদূত বলেছেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে ইরান বাংলাদেশকে সমর্থন করবে।
রাষ্ট্রদূত মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ব্যবসা-বাণিজ্য নিয়েও আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও বহুমুখীকরণে উভয় দেশেরই অনেক বেশি সম্ভাবনা রয়েছে। 'দুই পক্ষ বাণিজ্য সহজীকরণ ব্যবস্থা নিয়ে কাজ করতে পারে', যোগ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা