নোয়াখালী প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় একজন প্রতিবন্ধী সহ ১৩ জনকে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়েছে। সহায়তা প্রাপ্তদের মধ্যে একজন প্রতিবন্ধী, অসহায় হতদরিদ্র লোকজন ও আওয়ামী লীগের নির্যাতিত কয়েকজন নেতাকর্মী রয়েছেন। বৃহস্পতিবার সকালে থেকে দু'টি উপজেলায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ চেকগুলো সুবিধাভোগীদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার সকালে চাটখিল উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক প্রতিবন্ধী সহ ৪জনের হাতে চেক তুলে দেন জাহাঙ্গীর আলম। পরে দুপুরে সোনাইমুড়ী উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯জন হতদরিদ্রের হাতে চেক তুলে দেন তিনি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদানের চেক পাওয়া শারীরিক প্রতিবন্ধী ফরিদুল আলম (৬০) বলেন, ৬ সন্তান ও স্ত্রী নিয়ে তাঁর সংসার। শারীরিকভাবে অক্ষম হওয়ায় সংসারের খরচ বহন করতে কষ্টকর হয়ে পড়ে। গত কয়েক বছর ধরে নিজের শরীরের অবস্থা আরও সংকটাপন্ন হয়ে যায়। যার ফলে তাঁর চিকিৎসা করা জরুরি হয়ে পড়ে। তাই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম এর সহযোগিতায় সহযোগিতার আবেদন করেন এবং চেক পেয়েছেন। তিনি প্রধানমন্ত্রী ও উনার ব্যক্তিগত সহকারীকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও পরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম চাটখিলের পাঁচগাও ইউনিয়নের আফসারখিল, হোসেনপুর মাদ্রাসা মসজিদ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, চাটখিল পৌর আওয়ামী লীগ সভাপতি শাহজাহান খাঁন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা