ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার শরিফপুর ইউনিয়নের বসুরহাট বাজারের রাজুর চায়ের দোকানের পিছন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শরীফপুর ইউনিয়নের মো.তোহিদুর রহমানের ছেলে মো.পারভেজ (৩৪), মৃত এয়ার মোহাম্মদের ছেলে নুর মোহাম্মদ (৫০), রফিক আহমেদের ছেলে আব্দুর রহিম (৩৫), মৃত বাচ্ছু মিয়ার ছেলে মো, মাসুদ(৩৪), আমির হোসেনের ছেলে আবুল কালাম(২৮) এবং মৃত হাফেজ নজীর আহমেদের ছেলে মো, হালিম(৪৪)।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জুয়া খেলার সামগ্রীসহ জুয়া খেলারত অবস্থায় ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এসময় জুয়া আসর থেকে ২ বান্ডেল তাস এবং নগদ ৩হাজার ৪শত টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা