মোঃ বেল্লাল হোসাইন নাঈম, নোয়াখালী: ইসলামিয়া হাসপাতাল ঢাকা ও চাটখিল এর যৌথ উদ্যোগে বন্যা কবলিত এলাকায়-পরবর্তী জনসাধারণের জন্য মেডিকেল ক্যাম্প চিকিৎসা সেবা , ঔষধ এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার সকালে নোয়াখালীর চাটখিল ইসলামিয়া হাসপাতালের সভাকক্ষে উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর সার্বিক ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী, চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
ইসলামিয়া হাসপাতালের চেয়ারম্যান আবুল হাসানাত মোঃ মোরতাজা'র সভাপতিত্বে ও চাটখিল ইসলামিয়া হাসপাতালের পরিচালক তাওহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কড়িহাটি সালেমিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও জামায়াতে ইসলামী নোয়াখালী শাখার সূরা সদস্য মাওলানা মোঃ সাইফ উল্লাহ।
আরো বক্তব্য রাখেন চাটখিল উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা মহি উদ্দিন হাছান, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবুল বারাকাত, উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর হোসেন রিয়াজ, বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোর্শেদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সমন্বয়ক সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন চাটখিল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল আলম, পৌরসভা জামায়াতের নায়েবে আমির মাওঃ রাকিব উদ্দিন, বদলকোট ইউনিয়ন জামায়াতের ইসলামীর সভাপতি জসিম উদ্দিন, মাওঃ ওসমান গনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতিত্বের বক্তব্যে আবুল হাসানাত মোঃ মোরতাজা বলেন, বন্যায় পরবর্তী ৬ মাস (১লা সেপ্টেম্বর-২০২৪ থেকে ২৮ফেব্রুয়ারি-২০২৫ পযর্ন্ত) ব্যাপী স্বাস্থ্য সেবা ইমার্জেন্সি ডাক্তার ভিজিট সম্পূর্ণ ফ্রি, সিজারিয়ান অপারেশন মাত্র ৯০০০(নয় হাজার) টাকা, সকল প্যাথলজিক্যাল টেস্ট ৫০শতাংশ ছাড়,
মাত্র ৫০ টাকায় হেলথ কার্ড এবং উন্নত চিকিৎসার জন্য চাটখিল ইসলামিয়া, ঢাকাস্থ ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ ও ইসলামিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার দেওয়া হবে।
তিনি আরো বলেন হাসানাত ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে সীরাতুন্নবী (সা:) কুইজ প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশনের শেষ সময় ২৪অক্টোবর-২০২৪। সকল মুসলিম নর-নারীকে সীরাতুন্নবী (সা:) কুইজ ও সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা