
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।
নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দিতার লক্ষ্যে ৭ দলের ৭ জন এবং স্বতন্ত্র ১ জন সহ মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার বিকেলে রিটার্নিং অফিসার ও নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এ এম মাহবুব উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) রেহানা বেগম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মো. ছাইফ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জহিরুল ইসলাম, জাতীয় পার্টি মো. নুরুল আমিন, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশ মো. মশিউর রহমান, বাংলাদেশ কংগ্রেস মো. মমিনুল ইসলাম। এছাড়াও মুহাম্মদ ইফতেখার উদ্দীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
আগামী ৩ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাই করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা