ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা প্রশাসন কতৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় "হ্যালো চাটখিল" নামক একটি অ্যাপস প্রথম স্থান অর্জন করেছে।
চাটখিল উপজেলার কয়েকজন স্বপ্নবান তরুণ উপজেলা নির্বাহি কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধায়ন ও সহযোগিতা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে 'হ্যালো চাটখিল' নামক অ্যাপসটি তৈরি করে।
অ্যাপটিতে চাটখিলের সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে নিবন্ধিত করা হয়। অ্যাপস ব্যবহারকারীরা অ্যাপস থেকে যে সকল সেবা নিতে পারবেন সেগুলি হচ্ছে, রক্তদান, রক্তদাতার সন্ধান, অক্সিজেন, নেবুলাইজার, ছাড়াও থানা, ফায়ার সার্ভিস, পুলিশ স্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সহ জাতীয় জরুরী টেলিফোন নাম্বার সমূহ এই অ্যাপস এর মাধ্যমে নিতে পারবেন।
'হ্যালো চাটখিল' অ্যাপসটি প্রতিষ্ঠা করেন ওমর ফারুক। সহ প্রতিষ্ঠাতা হিসাবে রয়েছেন
ইলিয়াস কাঞ্চন এবং আবিদ রহমান।
সদ্য সমাপ্ত চাটখিল উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায়ও 'হ্যালো চাটখিল' প্রথম স্থান অর্জন করেছিল। নোয়াখালীতে দু'দিন ব্যাপি এই মেলায় আবারো সবাইকে চমকে দিয়ে 'হ্যালো চাটখিল' তাদের বিজয় নিশ্চিত করেছে। তারা আবারও জেলায় প্রথম স্থান অর্জন করেছে।
'হ্যালো চাটখিল' অ্যাপস এর প্রতিষ্ঠাতা ওমর ফারুক জানান, একটা মহৎ উদ্দেশ্যে নিয়ে এই অ্যাপস এর কাজগুলো বাস্তবায়ন করা হচ্ছে এবং যে সকল যোদ্ধাগণ এর সাথে যুক্ত হয়ে কাজ করছেন এই বিজয় তাদের সকলের, এই বিজয় আমাদের চাটখিলের, এই বিজয় সকল স্বেচ্ছাসেবীর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া জানান, আমাদের তরুণ প্রজন্ম 'হ্যালো চাটখিল' অ্যাপস এর মত নতুন নতুন উদ্যোগ নিয়ে সমাজ বিনির্মাণে এগিয়ে আসবে এটাই প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা