কেফায়েতুল্রাহ কায়সার, চট্টগ্রাম ব্যুরো: পড়াশোনার পাশাপাশি শিশুদের সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করতে বন্দর নগরী চট্টগ্রামের হালিশহর এ ব্লক ন্যাশনাল গ্রামার স্কুলে আজ সকালে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সৃজনশীল কাজের অংশ হিসেবে হালিশহর ন্যাশনাল গ্রামার স্কুলে উন্মুক্তভাবে এই চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় ন্যাশনাল গ্রামার স্কুল ছাড়াও নগরীর বিভিন্ন স্কুলের নার্সারি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পাঠ্য বইয়ের পাঠদান ছাড়াও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নানান
সৃজনশীলতায় অনন্য ন্যাশনাল গ্রামার স্কুল। পড়াশোনার পাশাপাশি সুন্দর হাতের লেখা, স্পেলিং বি, ইংরেজিতে কথোপকথন রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন সময় নানান সৃজনশীল বিষয়ের আয়োজন করে থাকে স্কুলটি। বছরজুড়েই বিদ্যালয়টিতে থাকে এসব সৃজনশীল কার্যক্রম।
চিত্রাংকন প্রতিযোগিতাকালে স্কুলের শিক্ষক আকাশ মাহমুদ, শিক্ষিকা ফারজানা আক্তার, ফাহমিদা ইয়াছমিন, রাহাত আরা তিশা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা