নিজস্ব প্রতিবেদক: ব্যাংক বীমা শিল্প ডেস্ক: লাইফ বীমা খাতের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ২০২১ সালের বর্ষ সমাপনী ও ২০২২ সালের ব্যবসা পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ম্যানেজার’স কনফারেন্স অনুষ্ঠিত হয়। গত ২২ জানুয়ারী কোম্পানীর প্রধান কার্যালয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডিএমডি মোঃ খসরু চৌধুরী, সিএও প্রবীর চদ্ৰ দাস এফসিএ, জনবীমা উন্নয়ন প্রধান মোঃ আবুল কাসেম, ইভিপি মোঃ বাহার উদ্দিন মজুমদার, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী ডিভিপি জিএম হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে মাঠ পর্যায়ের প্রায় এক হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি বলেন বীমা শুধু আর্থিক খাত নয়, সেবামূলক প্রতিষ্ঠানও। বীমার মাধ্যমে মানুষ সঞ্চয়মুখি হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তেমনি দেশের বীমা খাতও এগিয়ে যাচ্ছে। বীমার সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জড়িত ছিলেন। এ জন্য বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ১লা মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করেছে। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ যথা সময়ে বীমা দাবী পরিশোধ করে বিধায় দেশের মানুষ ন্যাশনাল লাইফের প্রতি আস্থাশীল ও ন্যাশনাল লাইফে বীমা করতে আগ্রহী। ফলে আমরা আশানুরূপ ব্যবসায়ীক সফলতা পাচ্ছি।
যায়যায়কাল/২৫জানুয়ারি/কেএম
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা