সাদাফ মেহেদী, পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) একক ডিগ্রি (বিএসসি ইন ভেট সাইন্স এন্ড এএইচ) ডিগ্রির অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ৫৪ তম জরুরি একাডেমি কাউন্সিলের সভাতে এ ডিগ্রির অনুমোদন দেয়া হয়।
এ বিষয়ে দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম বলেন, "আমাদের একাডেমিক কাউন্সিলের ৫৪তম সভায় একটিই এজেন্ডা ছিলো, বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ। আমাদের এই সভাতে শতভাগ ভোটে উক্ত ডিগ্রির অনুমোদন দেয়া হয়েছে। ঠিক এই মুহূর্ত থেকে পবিপ্রবি এএনএসভিএম অনুষদে এক ডিগ্রি বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ঘোষণা করছি। প্রাণি সম্পদ সেক্টরকে সামনের দিকে এগিয়ে নিতেই মূলত আমাদের সকল সদস্যগণ একমত পোষণ করেছেন।"
তিনি একইসাথে সকল শিক্ষার্থীদের তাদের আন্দোলন বর্জন করে ক্লাসে ফিরে যেতে বলেন এবং খুব দ্রুততম সময়ের মধ্যে নতুন একাডেমিক রূপরেখা তৈরিরও আশ্বাস দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে আবু বক্কর সিদ্দিক রাফি বলেন, "বিশ্ববিদ্যালয়ের এমন যুগোপযোগী সিদ্ধান্তে আমরা সকলে খুব আনন্দিত। আমরা ঠিক এই মুহূর্ত থেকে সকল আন্দোলন প্রত্যাহার করছি। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আমরা সন্তান হিসেবে ক্ষমা প্রার্থনা করছি দীর্ঘ একমাস তাদের বিভিন্ন সমস্যা সম্মুখীন করার জন্য।"
উল্লেখ্য, গত ৩০ জুলাই পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা কম্ভাইন্ড ডিগ্রি (বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ) দাবীতে এ আন্দোলন শুরু করেন এবং ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন৷ গত ৩১আগস্ট এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে কম্পিলিট শাটডাউন ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা