যায়যায়কাল প্রতিবেদক: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে সুস্থ সুন্দর পরিবেশ বিরাজ করার লক্ষ্যে শিল্প বাণিজ্য ও কলকারখানার উৎপাদন ঠিক রাখতে "চ্যালেঞ্জ অফ রেগুলেটরি কমপ্লায়েন্স অফ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি: এনভায়রনমেন্ট সার্টিফিকেট ইস্যু" শীর্ষক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
প্লাস্টিক প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল(পিপিবিপিসি) ও বাংলাদেশ পেট ফ্লেক্স ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপার্টার অ্যাসোসিয়েশন (বিপিএফএমইএ) এর যৌথ আয়োজনে রবিবার দুপুরে রাজধানী ঢাকার অভিজাত ভিক্টোরিয়া হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পেট ফ্লেক্স ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপার্টার অ্যাসোসিয়েশন (বিপিএফএমইএ) এর সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান চৌধুরী ইমন এর সভাপতিত্বে অ্যাসোসিয়েশনের পরিচালক এ এন এম সামসুল করিম নাসের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ও আন্তর্জাতিক পরিবেশ, জলবায়ু এবং পানি বিশেষজ্ঞ অধ্যাপক এমেরিটাস ও উপাচার্য ব্র্যাক বিশ্ববিদ্যালয় ডঃ আইনুন নিশাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং উপ প্রকল্প পরিচালক এক্সপোর্ট কম্পোটিটিভনেস ফর জবস' শেখ মো. আব্দুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ঢাকা অঞ্চল মো. সাইফুল আশ্রাব, প্রান্তিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ এফ এম এম রেজাউল করিম(মিজান), প্লাস্টিক প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল(পিপিবিপিসি) এর উপ-পরিচালক ফাতেমা নার্গিস।
বক্তব্য রাখেন বাংলাদেশ পেট ফ্লেক্স ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপার্টার অ্যাসোসিয়েশন (বিপিএফএমইএ) এর প্রতিষ্ঠাতা সদস্য হাফিজুল্লাহ, মো. নুরুল আলম, মো. জুয়েল প্রমুখ।
বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি নিরসনে প্লাস্টিক রিসাইক্লিং, কেমিক্যাল ব্যবহার, শব্দ দূষণ, খাদ্যে ভেজাল ও পলিথিন ব্যবহারে সতর্কতার সাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। তারা দেশের আনাচে কানাচে পরিবেশ বিপর্যয় সৃষ্টি করে পরবর্তী প্রজন্মের জন্য হুমকি তৈরি করা হচ্ছে বলেও অভিহিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা