এ এম আব্দুল ওয়াদুদ, (শেরপুর) : শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গরীব ও অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ৮ টায় ইউপি ভবনে চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী।
পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ সচিব আলহাজ্ব মো. হযরত আলী জানান, প্রতি বছরের ন্যায় ঈদ-উল-ফিতর ও ঈদ-উল আযহার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভিজিএফ চাল বরাদ্দ দেন। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পাকুড়িয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬ হাজার ১৮৪ জন গরীব ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে ৬১ হাজার ৮৪০ কেজি ভিজিএফ চাল বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা