কৌশিক চৌধুরী, হিলি: হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড বাধ্যতামূলক ছুটিতে পাঠানো কর্মকর্তা-কর্মচারীরা পুনরায় তাদের কাজে যোগদানের দাবিতে ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত আবেদন করেছে।
বুধবার পানামা হিলি পোর্টের ব্যবস্থাপনা পরিচালকের বিশেষ সহকারী এসএম জোবায়ের আহমেদের হাতে তাদের এই আবেদন তুলে দেয়া হয়।
পানামা হিলি পোর্টের কর্মচারী সহকারী ট্রাফিক ফারুক হোসেনসহ অন্য কর্মচারীরা জানান, অর্থনৈতিক সংকট দেখিয়ে গত জুন মাসের ১৯ তারিখ থেকে ৩৭ জন কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক বিনা বেতনে অনির্দিষ্টকালের জন্য ছুটি দেয়া হয়।
এর আগে ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী তার অফিস কক্ষে বন্দরের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকে সকল কর্মচারীদের পর্যায়ক্রমে একমাস পর পর ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। কিন্তু ছুটি দেয়ার তিনমাস পার হলেও আমাদের কর্মস্থলে যোগদান করার অনুমতি দেয়া হচ্ছে না। ফলে এসব কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বাধ্যতামূলক ছুটিতে পাঠানো কর্মকর্তা কর্মচারীদের দাবি অনতিবিলম্বে তাদের কর্মস্থলে যোগদানের অনুমতি দেয়া হোক।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা