কৌশিক হোসেন, পাবনা: পাবনা সদর উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় তুচ্ছ ঘটনায় বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে রনি হোসেন (২৪) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চর কোশাখালী গ্রামের একটি সড়কে তাকে ছুরিকাঘাত করা হয়।
পরে সোমবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ওই যুবক। এ ঘটনায় অভিযুক্ত ইমনকে রাতেই ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
নিহত রনি হোসেন বাংলাবাজার লঞ্চঘাট এলাকার চর কোশাখালী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহযোগী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর কোশাখালী গ্রামের আবাসিক এলাকার সড়ক দিয়ে যাচ্ছিলেন ইমন। এ সময় তাকে উদ্দেশ্য করে তুচ্ছ দু-একটি ব্যাঙ্গাত্মক কথা বলে রনি। এ নিয়ে দুজন বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে ইমন তার কাছে থাকা ছুরি দিয়ে রনিকে আঘাত করে। পরে রনিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শংকর বিশ্বাস জানান, রনি মন্ডলকে রবিবার দিনগত রাত চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৬ মে) সকাল আটটার দিকে সে মারা যায়।
এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, তুচ্ছ ঘটনায় দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং পরে রনিকে ছুরিকাঘাত করে ইমন। তাদের মধ্যে পূর্বশত্রুতা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং এর জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। মরদেহ দাফনের পর লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা