ফরিদপুর(পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর পৌরসভায় প্রশাসক হিসেবে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেট মো. সানাউল মোর্শেদ দ্বায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন ।
শনিবার সকাল ১০ টায় সাধারণ ছাত্রছাত্রী ও বনওয়ারীনগর সি বি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল, বন্ধু ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, টেক অ্যান্ড টাস এর সদস্যবৃন্দ, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিতে খালের ময়লা পরিষ্কার অভিযান শুরু হয়।
পৌর প্রশাসক মো. সানাউল মোর্শেদ বলেন, এই পরিষ্কার-পরিছন্ন অভিযান চলমান থাকবে। পুরো বাজার পরিষ্কার করা হবে। আজ খাল পরিষ্কারের মাধ্যমে কাজ শুরু হলো। খালের দুই পাশের রাস্তা করার জন্য প্রকল্প পাঠানো হবে। প্রকল্প বাস্তবায়ন হলে একটি সুন্দর পরিবেশ হবে।
প্রেসক্লাবে সভাপতি মো. আব্দুল হাফিজ এই পরিস্কার অভিযানকে স্বাগত জানিয়েছেন।
উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু বাসেত , মো. সাগর, মো. মেহেদি, মো. আসাদ, মো. জিয়াউর রহমান ও মো. আহসান হাবীব রুবেল। এছাড়ার উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. খসরু, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মুনছুর আলম, ওয়ার্ড কমিশনার মো. জয়নাল আবেদিন, মো. সাইফুল ইসলামসহ অনন্য কমিশনারবৃন্দ।