মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর): কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের উদ্দেশ্যে পায়ে হেঁটে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে এসেছেন রাজশাহীর যুবক মিজান আলী। নানান বাধা পেরিয়ে টানা পাঁচ দিনের যাত্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি।
শুক্রবার সকালে রাজশাহীর কাটাখালি উপজেলার নিজ গ্রাম চক কাপাসিয়া থেকে মিজান আলি রওনা দেন শহীদ আবু সাঈদের বাড়ির উদ্দেশ্যে। ৫ দিনের পথচলায় নাটোর, বগুড়া, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী হয়ে পৌঁছান শহিদ আবু সাঈদের গ্রামের বাড়ি বানপুরে। পরে আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি।
হেঁটে আবু সাঈদের বাড়িতে আসা প্রসঙ্গে মিজান জানান, ছাত্র-জনতার আন্দোলনে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আবু সাঈদ ভাই একজন বীর। তাই পরিল্পনা করি পায়ে হেঁটে প্রথম শহীদের বাড়িতে যাওয়ার। এদিকে মিজানের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করছেন আবু সাঈদের পরিবারসহ এলাকাবাসী। আবু সাঈদকে ভালোবেসে পায়ে হেঁটে বাড়িতে আসায় তাকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা