খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: ঢাকা মহানগর গোয়েন্দা ও দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি তথ্য প্রযুক্তির সহযোগিতায় বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে মহিবুল ইসলাম (২৫)=কে পার্বতীপুরে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টায় পার্বতীপুরে রেল জংশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহিবুল ইসলাম পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাদী উজ্জামানের ছেলে।
এসএসসি পাস করার পর মহিবুল ঢাকার একটি বে-সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পলিটেকনিক্যাল ডিপ্লোমা পাস করেন। গত ১ সপ্তাহ আগে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস অভিযোগে মহিবুল ইসলামের নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবিতে একটি মামলা হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
অভিযুক্ত যুবক মহিবুল ইসলাম বিষয়টি বুঝতে পেরে গাঁ ঢাকা দেয়। ঢাকা মহানগর গোয়েন্দা ডিপি পুলিশ জানতে পারে সে ট্রেনের টিকিট কাটার সময় তার মোবাইল ফোন খোলা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে ছাড়ে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন যোগে পার্বতীপুরে যাত্রা করেন। তথ্য প্রযুক্তির সহযোগিতায় মহিবুলের ট্রেন যাত্রার বিষয়টি জানতে পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সদস্যরা ট্রেনে থাকা পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের সহযোগিতায় মহিবুল ইসলামকে গ্রেপ্তার করে।
ডিবি সূত্র জানিয়েছেন, প্রশ্নপত্র ফার্সে ক্ষেত্রে মহিবুল ইসলাম আমেরিকার শতাধিক তথ্য প্রযুক্তির অ্যাপ ব্যবহার করেছেন। যা আমাদের দেশে ব্যবহার হয় না। যদি সে কোন ব্যক্তির মোবাইল নম্বর জানতে পারে, তাহলে ওই ব্যক্তির সব তথ্য সে সহযে জানতে পারবে। সে একজন মোবাইল এক্সপার্ট।
এ ব্যাপারে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুজ্জামান জানান, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বাসযোগে গ্রেপ্তারকৃত মহিবুলকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ নিয়ে যান। গত ১ সপ্তাহ আগে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস অভিযোগে মহিবুল ইসলামের নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবিতে একটি মামলা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা