চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান): পাহাড়ে শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন এ শিশুদের চোখের রাতকান্না রোগসহ বিভিন্ন জটিলতা থেকে রক্ষা করে এবং সুস্থভাবে বেড়ে ওঠার সক্ষমতা বাড়ায় বলে বান্দরবানের থানচিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে বলেছেন– উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: ওয়াহিদুজ্জামান মুরাদ সভাপতিত্বে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্যমতে, থানচিতে ৪টি ইউনিয়নের এবারে উপজেলা সর্বমোট ৪ হাজার ২শত ৭৭ জন শিশুকে ভিটামিন "এ" প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। যা ৬-১১ মাসে শিশু ৬শত ২৬ জন ও ১২-৫৯ মাসে শিশু ৩ হাজার ৬শত ৫১ জন। চলতি মাসের ১৫ তারিখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস শিশুদের খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: ওয়াহিদুজ্জামান মুরাদ বলেছেন– গত দুই থেকে চার মাসের মধ্যে যেসব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে বা যাদের শরীরে জ্বর রয়েছে, তারা এবারের ক্যাম্পেইন থেকে বাদ পড়বে। তবে ক্যাম্পেইনে বাদ পড়া শিশু পরবর্তী চার দিনের মধ্যে ক্যাপসুল গ্রহণের সুযোগ পাবে।
তিনি আরও বলেন, আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি কেন্দ্র থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের পরিসংখ্যা বিভাগের পঙ্কজ বড়ুয়া সঞ্চালনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন ও ব্রাক থানচি শাখায় ব্যবস্থাপক প্রিয়লাল চাকমা প্রমুখ ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা